Daily Gazipur Online

শোক দিবসে টঙ্গীস্থ শহীদ স্মৃতি উচ্চ ও সরকারী প্রাথমকি বিদ্যালয়ে ভার্চুয়াল আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

ডেইলি গাজীপুর প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষ্যে টঙ্গীস্থ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় ও শহীদ স্মৃতি সরকারী প্রাথমকি বিদ্যালয়ে ভার্চুয়াল প্লাটফরম ( জুম) ব্যবহার করে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

নাসির উদ্দীন বুলবুল

আজ শনিবার শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি আলহাজ্ব মোঃ মতিউর রহমান বি.কম।প্রধান আলোচক হিসেবে অংশগ্রহন করেন জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব ও ডেইলি গাজীপুরের সম্পাদক নাসির উদ্দীন বুলবুল।

আলহাজ্ব মোঃ মতিউর রহমান বি.কম

বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য সবিতা রুনিকা পিউরিফিকেশন।আলোচক হিসেবে অংশগ্রহন করেন ভারপ্রাপ্ত সহ: প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার,সিনিয়র শিক্ষক মোঃ মোতাহার হোসেন খান, মোঃ নুরুজ্জামান রানা, মোঃ শেখ মোজাম্মেল হক,সহকারী শিক্ষক মোঃ মাহফুজুল হক, এস.এম মুরাদ, মোঃ নাজমুল হক, শামসুল আরেফিন সিদ্দিকী, ফারহানা জাহান ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে সিনিয়র শিক্ষক মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় দোয়া পরিচালানা করেন মাওলানা মোঃ ইউসুফ আলী।
অনুষ্ঠানের ২য় পর্বে -প্রতিযোগিতায় অংশ নেয় : ১.জান্নাতুল ফেরদৌস তন্নী, ৮ম (খ) রোল-৫৬ মৃতুঞ্জয়ী তুমি বঙ্গবন্ধু-সালমা বেগম,২.জান্নাতুল ফেরদৌস অহনা, ৮ম (ক) রোল-৫৪ মুজিব ফিরে আসে-মহাদেব সাহা,৩.তাহসিনা তাসনিম, ৮ম (খ) রোল-০৭ এক সোনার ছেলে,৪.আমেনা বেগম, ১০ম (ক) রোল-০৫স্ব রচিত কবিতা- বঙ্গবন্ধু,৫.আরাফ রহমান, ৮ম (খ) রোল-০২ আমি একজন মুজিব- সঞ্জয় বাট।
বক্তব্য উপস্থাপন ১। তাহসিনা তাসনিম, ৮ম (খ) রোল-০৭, ২। সাবিহা জাহান কণা, ৯ম (ক) রোল-০৮,৩। আফসানা ৮ম (খ) রোল- ০৫।

শহীদ স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শহীদ স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন টঙ্গী থানা শিক্ষা আফিসার শিখা বিশ্বাস। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন জাহানের সঞ্চালনা ভার্চুয়াল সভায় অংশগ্রহন করেন পি. টি.এ. সভাপতিি হাজী মোঃ আফিল উদ্দিন,পি.টি.এ সহ সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল,এস.এম.সি.

সদস্য মোঃ হেলাল উদ্দিন মোল্লা,ফারজানা হক আন্নি, শ.স্মৃতি উ.বি.শিক্ষক মোঃ মোতাহের হোসেন,শিক্ষক হোসনে আরা বেগম,হোসনে আরা মাহমুদা,মমতাজ বেগম,শাহনাজ পারভীন,জহুরুল ইসলাম, রোজিনা,নাহিদ জিদনী,ইয়াসমিন আক্তার,নিগার সুলতানা রানু,শাহনাজ শারমিন,লিয়োজা পারভীন,মুনমুন সাহা প্রমুখ।
অনুষ্ঠানের ২য় পর্বে ১.হামদ নাত,২. কবিতা আবৃত্তি,৩. রচনা প্রতিযোগিতা, ৪. চিত্রাঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠানে অংশ নেয় শিক্ষার্থীরা।