
মো. হাবিবুর রহমান
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা স্বাস্থ্য বিভগে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক মো. হাবিবুর রহমান (৫২) বুধবার মধ্যরাত আড়াইটার দিকে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন(ইন্নালিল্লা….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে যান । আজ বৃহস্পতিবার বাদ জোহর নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে শোক বার্তায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান ও স্বাস্থ্য সহকারি এসোসিয়েশান এর নের্তৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
