
ডেইলি গাজীপুর প্রতিবেদক : মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছে যে, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব সাদেক হোসেন খোকা ০৪ নভেম্বর, ২০১৯ সোমবার বাংলাদেশ সময় দুপুর ০১:৫০ মিনিটে (নিউইয়র্কের রোববার দিবাগত রাত ০২: ৫০ মিনিটে) যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে মেমোরিয়াল স্নান ক্যাটারিং ক্যান্সার সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নাল্লিলাহে ………. রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবৎ ফুসফুসে ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি মৃত্যু সময়ে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন ।
জনাব সাদেক হোসেন খোকা এর অকাল মৃত্যুতে মোহামেডান পরিবারের পরিচালক মন্ডলী, স্থায়ী সদস্য, কর্মচারী ও অগনিত সমর্থকসহ সকলে গভীরভারে শোকাহত।
আমরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
