শোক সংবাদ

0
344
728×90 Banner

এডিসি শফিউল্লাহ

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শফিউল্লাহ আজ বুধবার ভোর সাড়ে ৩টায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে প্রথমে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি……….. রাজিউন)। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী, ২কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সকাল সাড়ে ৮টায় গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে জানাজা শেষে মরহুমের লাশ গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার দ্বিতীয় নামাজে জানাজা শেষে ইটবাড়িয়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এড. আজমত উল্লা খান, গাজীপুর জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম।
উল্লেখ্য, শফিউল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। তিনি ২৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দেন। মরহুম শফিউল্লাহ একজন সুদক্ষ, সৎ ও মেধাবী সদআলাপী কর্মকর্তা ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here