হাজী পাঞ্জর আলী
ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশনের ৩২নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো: পাঞ্জর আলী (৭১) শুক্রবার বিকেল ৩.৪০মিনিটে ঢাকা এ্যাপেলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……..রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলেসহ অসংখ্যা আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল ১১টায় মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. মো: আজমত উল্লা খান, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলমসহ সকল ওয়ার্ডের কাউন্সিলবৃন্দ।