
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়ার)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম হালিম এর মা উপজেলার সাতমোড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবীকা মোসাম্মদ আনোয়ারা বেগম বুধবার মধ্যরাতে সাতমোড়া গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজেইন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। আজ বৃহস্পতিবার বাদ জোহর বাড়ির মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে স্থানীয় সাংসদ এবাদুল করিম বুলবুল,আ’লীগ সভাপতি সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল এবং মুক্তিযোদ্ধা সংসদসহ স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছে।
