
ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের স্থায়ী সদস্য এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও প্রফেশনাল ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, এমপি (খুলনা-৪) এর মেঝ ভাই কামাল উদ্দিন হায়দার ময়না আজ ২৭ আগষ্ট, ২০২০ রোজ বৃহস্পতিবার ভোর ০৪:১৭ ঘটিকায় হৃদক্রীড়া বন্ধ হয়ে রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্নাল্লিলাহে ………. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
কামাল উদ্দিন হায়দার ময়না এর অকাল মৃত্যুতে মোহামেডান পরিবারের পরিচালক মন্ডলী, স্থায়ী সদস্য ও কর্মচারীবৃন্দসহ সকলে গভীরভারে শোকাহত। আমরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
