
ডেইলি গাজীপুর প্রতিবেদক: সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গী শাখার সাবেক সভাপতি শেকানুল ইসলাম শাহীর পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এস.এম.সিরাজুল ইসলাম রাজু (৮১) গত মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম সিরাজুল ইসলাম রাজু টঙ্গী বাজার কেরামতিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক ও টঙ্গীবাজার জামে মসজিদের সহ সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। বাদ আসর টঙ্গী বাজার জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে মরকুন কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
