শ্বশুরের ইটভাটার ম্যানেজার মুরাদ শতকোটি টাকার মালিক

0
12
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরের মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গেরবান এলাকার নুরুল হকের ছেলে মুরাদ কবির। প্রায় ২০ বছর আগে বেকার অবস্থায় বিয়ে করেন গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন দুলালের ভাই কবির শিকদারের মেয়েকে।
বিয়ের পর তাদের অভাব-অনটন ও বেকারত্ব ঘোচাতে মির্জাপুরে শ্বশুরের মালিকানাধীন ‘মদিনা ব্রিক ফিল্ডে’ সামান্য বেতনে ম্যানেজারের দায়িত্ব নেন। এরই মধ্যে আওয়ামী লীগ ক্ষমতায় এলে শুরু হয় মুরাদ কবিরের ভাগ্যের পরিবর্তন।
মুরাদের বাবা নূরুল হক ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। সেই সূত্রে মোজাম্মেল হক গাজীপুর-২ আসনের বাসিন্দা হয়েও মামার বাড়ির কোটায় গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনে বিনা ভোট ও রাতের ভোটে তিনবার এমপি হন এবং শেখ হাসিনার মন্ত্রিপরিষদে স্থান পান। এরপর থেকে এ পরিবারটিকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।
তৎকালীন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ভাতিজা হিসাবে মুরাদ কবির কালিয়াকৈরের একটি বড় অংশের নিয়ন্ত্রণ গ্রহণ করেন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদও বাগিয়ে নেন। তার ছেলে ইশতিয়াক কবির সম্রাট কোটি টাকা ঢেলে উপজেলা ছাত্রলীগের সভাপতির পদ হাতিয়ে নেন।
মুরাদ কবিরের ভাই ইফতেখার কবির বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তার ছেলে ইশতিয়াক কবির সম্রাট ঢাকা থেকে গ্রেফতার হয়ে বর্তমানে জেলহাজতে। মুরাদ পলাতক হলেও তার নামে-বেনামে সম্পদের পাহাড় দেখভাল করছেন ছোট ভাই বিএনপি নেতা ইফতেখার কবির, অ্যাডভোকেট শিপন, অন্যতম সহযোগী পাইনশাইল এলাকার শাহজাহান সিরাজ ও সিনাবহের নয়াপাড়া এলাকার তাহাজউদ্দিন।
বনের চোরাই কাঠ বিক্রি, বনভূমি দখল, খাসজমি দখল, নদীর পাড়ের মাটি বিক্রি, অন্যের জমি জোরপূর্বক দখল, ঝুট ব্যবসা, চাঁদাবাজি, বাজার দখল, তদবির ও পদ বাণিজ্যসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত মুরাদ কবিরের নেতৃত্বাধীন চক্রটি।
মুরাদ কবিরের কয়েকশ একরের মাছের খামার ও বহুতল বাড়ি : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ি থেকে মির্জাপুর বাজার হয়ে পশ্চিমে প্রায় তিন কিলোমিটার গেলে জামালপুর বাজার। ওই বাজার থেকে আড়াই কিলোমিটার উত্তরে ঠেঙ্গেরবান প্রাইমারি স্কুলের পূর্ব পাশে কয়েকশ একর এলাকা নিয়ে মুরাদ কবির গড়ে তুলছেন পাইলট প্রকল্প (মাছের খামার)। তার অবর্তমানে এ প্রকল্প দেখভাল করেন তার ছোট ভাই ইফতেখার কবির ও ব্যবসায়িক পার্টনার অ্যাডভোকেট শিপন।
সফিপুরে রয়েছে ১২ তলা আলিশান বাড়ি। প্রথমে ওই বাড়িটি ১২ জন পার্টনার যৌথ অর্থায়নে নির্মাণ করলেও পরবর্তীতে নানা কৌশলে পার্টনারদের বিদায় করে অধিকাংশই নিজের দখলে নেন মুরাদ। পাশেই আরও একটি ৬ তলা ভবন তিনি ক্রয় করেছেন।
এছাড়া ভাওয়াল মির্জাপুর বাজারে অতি মূল্যবান দুটি প্লটে প্রায় ৭০ শতাংশ জমি কিনেছেন। যার আনুমানিক মূল্য ৪ থেকে ৫ কোটি টাকা। কক্সবাজারে হোটেল, রাজধানীর উত্তরায় বাড়ি রয়েছে বলেও জানা গেছে।
এছাড়া তিনি তার স্ত্রী, সন্তান ও স্বজনদের নামে-বেনামে অঢেল সম্পদ গড়েছেন। একটি সূত্র জানায়, সোনাতলা মৌজার বারেক মার্কেটে মুরাদ কবিরের ৫ বিঘা জমি রয়েছে। এছাড়াও ঠেঙ্গেরবান এলাকায় সাড়ে তিন একর জমি স্থানীয় দলিল লেখক হারুন অর রশিদের মাধ্যমে রেজিস্ট্রি সম্পন্ন করেছেন।
বন বিভাগের জমিতে শত শত স্থাপনা তৈরি করেছে আ ক ম মোজাম্মেল হকের পালিত মুরাদ কবিরের সিন্ডিকেট। ওই সিন্ডিকেটের কেন্দ্রেই ছিলেন সাবেক মন্ত্রী মোজাম্মেল। এ সিন্ডিকেটে মুরাদ কবির ছাড়াও ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কামাল উদ্দিন সিকদার, উপজেলা আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন সিকদার, সাবেক ছাত্রলীগ নেতা ফারুক হোসেন সিকদার, হারুন সিকদার, সরকার মোশারফ হোসেন জয়, পরিবহণ নেতা আকবর আলী, তোফাজ্জল হোসেন, সিকদার জহিরুল ইসলাম জয়, মফিজুর রহমান লিটন, খাত্তাব মোল্লাসহ ২৫-৩০ জন। এই সিন্ডিকেটের ছত্রছায়ায় চক্রটি শুধু বন বিভাগের জমি দখল নয়, ব্যক্তিমালিকানার বহু জমিও দখল করেছে।
ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ : চক্রটির হাতে উপজেলার শিল্প-কারখানার মালিকরা জিম্মি ছিলেন। শতাধিক শিল্প-কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে। ঝুট ব্যবসাকে কেন্দ্র করে খুনসহ নানা অপকর্ম চালিয়েছে এই সিন্ডিকেটের ক্যাডাররা। পরিবহণ খাতেও ছিল তাদের নিয়ন্ত্রণ। গত কয়েকদিন ওই এলাকা সরেজমিন অনুসন্ধান করে এই সিন্ডিকেটের বিরুদ্ধে এসব অভিযোগ পাওয়া গেছে। জুলাই-আগস্টে ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
শতাধিক হিন্দু পরিবারকে এলাকাছাড়া : উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের আমদাইর গ্রামে দেড় শতাধিক হিন্দু পরিবারের বাস ছিল। গ্রামের অবস্থাসম্পন্ন ধীরেন্দ্র নাথ সরকার, নির্মল নাথ সরকার ও দয়াল নাথ সরকার এই তিন ভাইয়ের পৈতৃক সূত্রে ৬০ বিঘা জমি ছিল। শতাধিক বছর ধরে এই সম্পত্তি তারা ভোগদখল করে আসছিলেন। ওই জমিতে বসবাস করতেন তাদের উত্তরসূরি বীরেন্দ্র নাথ সরকার। কিন্তু তিন ভাইয়ের অর্ধশত কোটি টাকার জমি ও স্থাপনা এক রাতে দখল করে নেয় এ চক্রের সদস্যরা। গরু-ছাগল, ঘরের আসবাবপত্র, ৯০ মন চালসহ বিভিন্ন মালামাল লুটে নেয় তারা। হিন্দু পরিবারের কয়েকজন সদস্য জানান, ওই দিন ছিল বিজয়া দশমীর রাত। প্রতিমা বিসর্জনে ব্যস্ত ছিল পরিবারগুলো। রাত ৮টার দিকে মুরাদ কবিরের সহযোগী হাসমত খান, ময়ান, জমির উদ্দিনসহ এক থেকে দেড়শ লোক বাড়িতে এসে হামলা করে। মহিলাদের চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে বাড়ি থেকে বের করে দেয়।
হিন্দু পরিবারটির সম্পত্তি দখলে নেওয়ার আগে জিতেন্দ্র চন্দ্র বিশ্বাস, ধীরেন্দ্র চন্দ্র সরকার, দধি লাল বিশ্বাস, মিহির চন্দ্র বিশ্বাস ও স্থানীয় প্রতিবাদী যুবক আরিফুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করে চক্রটি। জমি দখলের পর উলটো ধর্ষণসহ পাঁচটি মামলা করে তাদের বিরুদ্ধে। ওই সব পরিবারের সদস্যরা জমি উদ্ধার করবে দূরে থাক, জীবন নিয়েই পালিয়ে বেড়াতে হয়েছে। আবার অনেককে জেলও খাটতে হয়েছে। ওই সময় বীরেন্দ্র সিকদার স্থানীয় এমপি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কাছে অভিযোগ করে উলটো সর্বস্ব খোয়াতে হয়েছে ওই চক্রের হাতে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেটা মিথ্যা ও ভিত্তিহীন। ওই সব জমি দখলের সঙ্গে আমি নেই। তবে ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। সেটা উভয়পক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা চালিয়েছিলাম।’
জমি থেকে হিন্দু পরিবারকে উচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রকৃত মালিকরাই জমির দখল নিয়েছে। সেখানে হিন্দুদের কোনো ধরনের উচ্ছেদ করা হয়নি।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here