

আমজাদ হোসেন,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার (১৫ আগস্ট) দোয়া ও আলোচনাসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রবীর ভট্রাচার্য, শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন ধনু, কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী পরিষদের সাবেক সহ-সম্পাদক ও শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য শামসুজ্জামান খান মাসুম।
শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোস্তাক আহাম্মদ-এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য সাবেক এজিএস আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, সাবেক মেম্বার সাইফুল ইসলাম পল্টু, সিনিয়র শিক্ষক আরমান আলী, আওয়ামিলীগ নেতা মোকারম হোসেন শামীম, সাবেক ছাত্রনেতা আল আমিন ফকির ডালিম প্রমুখ।
সভায় বীরমুক্তিযোদ্ধা,স্থানীয় আওয়ামিলীগ নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যাক্তিবর্গ, গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতির পিতার পরিবারের মঙ্গল ও ১৫ আগস্টে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা মো. হাফিজুর রহমান।
