ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)’র কেন্দ্রীয় কমিটির এক সভা রাজধানীর তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
টিইউসি’র সভাপতি সহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন টিইউসি’র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। সভায় সহ-সভাপতি মাহবুব আলম, মোঃ আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক, অর্থ সম্পাদক কাজী রুহুল আমীন, দপ্তর সম্পাদক সাহিদা পারভীন শিখা, শিক্ষা ও গবেষণা সম্পাদক আসলাম খান প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় সম্প্রতি তেজগাঁও-টঙ্গীসহ দেশের বিভিন্ন শিল্প এলাকার শ্রমিকদের উপর যে দমন-নিপীড়ন চালানো হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। গত এক বছর যাবত শ্রমজীবী মানুষের একটা বিরাট অংশ করোনা মহামারীর কারণে চাকুরী হারিয়ে পরিবার পরিজনসহ মানবেতর জীবনযাপন করছে। মালিক গোষ্ঠীর শ্রমিক নির্যাতন ও শোষণের নীতির পূর্বের ধারাবাহিকতায় সম্প্রতি রাজধানীর তেজগাঁও, টঙ্গী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্প এলাকায় বকেয়া বেতন ভাতার দাবীতে বিক্ষোভরত শ্রমিকদের উপর নির্মম হামলা ও নির্যাতন চালিয়েছে, যাতে মুনাফা লোভী মালিকাদরে ফ্যাসীবাদী চরিত্রই উন্মোচিত হয়েছে। সভায় অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ তাদের ন্যায়সঙ্গত দাবী মালিকদের মেনে নেয়ার জন্য সরকারের হস্তক্ষেপের আহ্বান জানানো হয়।
সভায় অন্য এক প্রস্তাবে বলা হয় চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সব দ্রব্যসামগ্রীর দাম অনেক আগেই সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। শ্রমিক-কর্মচারীরা অর্ধাহারে অনাহারে দিনযাপন করতে বাধ্য হচ্ছে। কিন্তু এ বিষয়ে সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিরব অবস্থান সাধারণ মানুষকে আরো বিক্ষুব্ধ করছে। সভায় অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এনে এবং রেশনের মাধ্যমে সস্তা ও বাঁধামূল্যে শ্রমজীবী মানুষের মধ্যে সরবরাহের দাবী জানানো হয়।