ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের রাজেন্দ্রপুর পদ্মার গেট এলাকায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার গুনিজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে এ মতবিনিময় সভায় শিক্ষক, সাংবাদিক, আইনজীবী ও এলাকার সুধীসমাজ উপস্থিত ছিলেন।
সংগঠনটির সমান্বয়ক মো. খোকন’র সঞ্চালনায় মো. নূরুদ্দীন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পরিচালক মো. তসলিম, বিশেষ অতিথি ছিলেন, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, অ্যাড. মো. সাগর মন্ডল, লেখক ও কলামিস্ট সোলায়মান মোহাম্মদ, সংস্থার সদস্য, মো. দিদারুল ইসলাম প্রমুখ।
সভায় উপস্থিত বক্তরা দেশে নারী নির্যাতন, বাল্য বিবাহরোধ, মাদক ও চলমান বিভিন্ন সমস্যার সমাধানে মতবিনিময়সহ অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন।