শ্রীপুরে নকল,ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে মতবিনিময় সভা

0
401
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে নকল,ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং অবৈধ ঔষধ ব্যবসা প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধির লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ জুলাই সোমবার বিকেল সাড়ে তিনটায় উপজেলার বিসিডিএস-এর অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিসিডিএস-এর সভাপতি আলহাজ্জ্ব এম এ সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ঔষধ প্রশাসনের গাজীপুর জেলার সহকারী পরিচলক ড. আকতার হোসাইন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিসিডিএস-এর উপজেলার সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা সরকার, দেলোয়ার হোসেন, কামরুজ্জামান কাজল, বিসিডিএস-এর সম্মানিত সদস্য সমীর কুমার ধরসহ উপজেলা বিসিডিএস -এর সকল সদস্য ও গন্যমান্য বক্তিবর্গ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ঔষধ প্রশাসনের গাজীপুর জেলার সহকারী পরিচালক ড.আকতার হোসাইন বলেন, বাংলাদেশ সরকার নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধের ব্যাপারে কঠোর হুশিয়ারী দিয়েছেন। লাইসেন্স ছাড়া ফার্মেসী গুলোর ব্যাপারে অতি শিগগিরই যথাযথ আইনী প্রক্রিয়ার জন্য সরকারের কাছে সুপারিশ করা হবে। ডাক্তার প্রেসক্রিপশনে লিখলেও ফার্মেসীতে কোন প্রকার বিদেশি অবৈধ ঔষধ রাখা যাবেনা। নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করে অবৈধ টাকা উপার্জনের টাকায় সুখ পাওয়া যায় না। জনগণের সেবার পাশাপাশি সৎপথে সামান্য ব্যবসা হলে সেখানেই অনেক সুখ। তাই ফার্মেসী গুলোতে মানসম্মত ও ভেজালমুক্ত ঔষধ রাখার আহবান জানান তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here