
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে শনিবার পোশাক কর্মী মেয়েকে কারখানায় পৌঁছে দিয়ে বাসায় ফেরার পথে পিকআপ ভ্যানের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের নাম আমজাদ আলী (৫৫)। তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার চর হোসেনপুর গ্রামের মৃত মীর হোসেনের ছেলে।
মাওনা হাইওয়ে থানার এস আই হরিদাস জানান, গাজীপুরের শ্রীপুরে স্ত্রী সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকেন আমজাদ আলী। তার দুই মেয়ে স্থানীয় একটি কারখানায় চাকুরী করে। শনিবার ভোরে এক মেয়েকে কারখানায় পৌঁছে দিয়ে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন আমজাদ। তিনি শ্রীপুরের এমসি বাজার এলাকায় পৌছলে ময়মনসিংহগামী একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে মহাসড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই আমজাদ আলী নিহত হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার ও পিকআপ ভ্যান আটক করে। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
