শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান মোহাম্মদ আলী

0
428
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আসন্ন শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে উপজেলার জুড়ে মাঠ চষে বেড়াচ্ছেন উপজেলা তাঁতীলীগের সভাপতি মানবাধিকার কর্মী মোহাম্মদ আলী। প্রচারনায় সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছাস-উদ্দীপনাও লক্ষ্য করা গেছে।
গত ১৫ ফেব্রুয়ারি বিকাল ৩ঘটিকায় শ্রীপুর পৌর এলাকার দারগার চালায় ডলফিন বেকারি সংলগ্ন খোলা স্থানে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় আবুল হাসেমের সভাপতিত্বে উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক ডাঃ আমির হামজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা তাঁতীলীগের সভাপতি দেলোয়ার হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা তাঁতীলীগের সদস্য হারুন-অর-রশিদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, আব্দুল কাশেম এম.এ কুদ্দুছ (সুক্কুর মাহম্মুদ), মফিজ উদ্দিন, শেখ মোফাজ্জল হোসেন, রাজীব প্রধান, তাঁতীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ছালমা আক্তার, মোছাঃ হামিদা জজ, কাইয়ুম হাসান, সোহেল রানা, হারুন-অর- রশিদ, আবুল হোসেন (অবঃ আর্মি), সাদেক মাস্টার, জালাল আহম্মেদ, জীবন মিয়া, আব্দুল আলিম, রুবেল সরকার, আজিজুল ইসলাম, খন্দকার জহিরুল ইসলাম, লিটন সরকার, সেলিম রেজা, মনিরুল ইসলাম, বাবু আহম্মেদ, শাকিল আহম্মেদ, শফিকুল ইসলাম, ফারুক আহম্মেদ, ইয়াসিন মিয়া, ফারুক মোল্লা, সাইদুর রহমান (সোহেল), রতন কুমার দাস, আনোয়ার পারভেজ, আলমগীর হোসেন, মেহেদী হাসান রাব্বি, ফরিদ আহম্মেদ (শরিফ), মনির হোসেন, খোরশেদ আলম, শফিকুল ইসলাম বাবু, তরিকুল ইসলাম, বোরহান উদ্দিন, আমির হোসেন, আব্দুল আলী, হানিফ মিয়া
প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা তাঁতীলীগের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, শ্রীপুর উপজেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আলী বি.কম কে উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে নির্দেশনা প্রদান করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here