সংবাদ সম্মেলনে অন্তবর্তী কালীন সরকারের নিকট প্রতিবন্ধী ব্যক্তিদের দাবি

0
73
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি বৈষম্য দূরীকরণের দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি ও ন্যাশনাল অ্যালায়েন্স অফ ডিজেবলস ডিজেবলস পিপলস অর্গানাইজেসানস এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য আব্দুস সাত্তার দুলাল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নিম্মক্ত দাবিসমূহ বর্তমান অন্তবর্তী কালীন সরকারের নিকট তুলে ধরেন। দাবিগুলো হলো:
অন্তবর্তী কালীন সরকারের মধ্যে একজন উপদেষ্টাসহ এই সরকার সংস্কারমুখী যে সকল কমিটি গঠন করবে তাতে প্রতিবন্ধী ব্যক্তি-প্রতিনিধিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে, অন্তবর্তী কালীন সরকার কর্তৃক দেশের পলিসি অন্যান্য সংস্থার প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তি প্রতিনিধিদের অংশ তাদের মতামতের ভিত্তিতে ওই সকল সংস্কার করতে হবে, দেশের প্রতিবন্ধী ব্যক্তিরা সবচেয়ে বেশি বৈষম্যর শিকার, তাই তাদেরকে সকল নাগরিকদের সমানে আনতে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্তির মাধ্যমে জাতীয় সংসদের কমপক্ষে দশটি আসনসহ স্থানীয় সরকারের সকল স্তরে দুইটি করে আসন যেন সংরক্ষিত থাকে তা নিশ্চিত করা, দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের সহ সংগঠন সমূহে কর্মকান্ডের ফলে প্রতিবন্ধী ব্যক্তিরা ক্ষমতায়ন হচ্ছে ফলে সরকার তাদের নিকট থেকে প্রায় ২৫-৩০ হাজার কোটি টাকা বর্তমানে পরোক্ষ পেয়ে থাকে। তাই সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের নিকট থেকে যে কর নিবেন তার ১০% ওই সকল সংগঠন সময়ে ক্ষমতায়ন ও তাদের কার্যক্রম বাস্তবায়ন করার জন্য বরাদ্দ দিতে হবে,দেশের সকল অবকাঠামো সকল স্থাপনা কর্মস্থল যানবাহন ও সভা সমূহে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশ গমন করতে হবে সরকারি চাকরি নিয়োগ প্রক্রিয়া ও উহার পরিবেশ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উন্মুক্ত করা বৈষম্যহীন করতে হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here