

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া,তবে তা নির্বাচনের বিকল্প হতে পারে না। তিনি বলেন,সংস্কার চলবে তার নিজস্ব গতিতে, কিন্তু ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে দেশে স্থিতিশীলতা আসবে না।
সোমবার রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বিএনপি আয়োজিত জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর এক খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজিত খেলায় বনানী থানা ৩-১ গোলে তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে পরাজিত করে জয়লাভ করে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোঃ মোস্তফা জামান, উত্তর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল আলম নীরব,মহনগর বিএনপির যুগ্ম আহবায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, আফাজ উদ্দিন, ,আতাউর রহমান, তহিরুল ইসলাম তুহিন, জাহেদ পারভেজ চৌধুরী,মোহাম্মদপুর থানা বিএনপির আহবায়ক শুক্কুর মাহমুদ, আদাবর থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক সাদেক হোসেন স্বাধীন,যুগ্ন আহ্বায়ক আবুল কালাম আজাদ,বিএনপি নেতা হাজী নিজামউদ্দিন,৩০ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিশ্বাস,বনানী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক হাবিবুর রহমান হবি, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, তেজগাঁও শিল্পাঞ্চল থানার যুগ্ম আহবায়ক আইনুল ইসলাম চঞ্চল,তুরাগ থানা বিএনপি’র যুগ্ন আহবায়, খন্দকার রিপন হাসান এবং আহবায়ক সদস্য আবদুল আলী সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উল্লেখ্য ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ২৬ টি থানা নিয়ে গত ১০ জানুয়ারি রাজধানীর মিরপুর সিটি ক্লাবে শুরু হয়েছে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ।
