

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আমার দেশ তোমার দেশ জাগো জাগো বাংলাদেশ জাগো, বীর জনতার বাংলাদেশ, তৃণমূল জনতা গড়ে তুলো একতা। এ প্রতিপাদ্য স্লোগান কে সামনে রেখে গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ তৃণমূল জনতা পার্টি ( টিজেপি) র ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১১ টায় টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে আলোচনা সভায় সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন টিজেপির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ নাজিম উদ্দিন আহমেদ।
এতে বাংলাদেশ তৃণমূল জনতা পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ নাজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও অধ্যক্ষ মোঃ আঃ আব্দুর রাজ্জাক মিঞার সঞ্চালনায় বক্তব্য রাখেন, পার্টির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব নাদিম খান, সিনিয়র সহ-সভাপতি এম হাসান মনু,কুষ্টিয়া জেলা সভাপতি জহিরুল ইসলাম খান,সাফুর রহমান ইমন,তৈয়বুর রহমান,সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,জাহান্দার হোসেন, শামীম আহমেদ প্রমুখ। এতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বীর মুক্তিযোদ্ধা ডাঃ নাজিম উদ্দিন আহমেদ বলেন, এ দেশকে মুক্তি করেছি বলেই আমরা বীর মুক্তিযোদ্ধা। তাই দেশের মানুষের জন্য সবসময় কাজ করে যাচ্ছি এবং এই তৃণমূল জনতা পার্টির সদস্যরাও জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বর্তমান পরিস্থিতির আলোকে তিনি বলেন, আমি চাই সর্ব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হউক। তাহলে সাধুবাদ জানাবো। আগামী নির্বাচনে এই পার্টিও নির্বাচনে অংশগ্রহণ করবে বলে তিনি আশাবাদী। এ সময় পার্টির বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
