Daily Gazipur Online

সচিবালয়ের সুউচ্চ ভবনগুলোতে ইস্প্রিংকলার অগ্নিনির্বাপণ নেই ?

ডেইলি গাজীপুর প্রতিবেদক : দেশের সচিবালয়ের সুউচ্চ ভবনগুলোতে অটোমেটিক ইস্প্রিংকলার অগ্নিনির্বাপণ সিস্টেম নাই কেনো তা জনসমক্ষে জিজ্ঞেস করা দরকার প্রশাসন ক্যাডারের নেতাদের যারা আমলাদের নেতৃত্বে আছেন চার যুগ ধরে। উনারা চাকুরিতে থাকাকালীন অটো প্রমোশন নেন (এক মাসে তিন ধাপ), ভাবখানা এমন যে ফ্যাসিবাদের জন্য একমাত্র বঞ্চিত উনারা। আর প্রশাসন ক্যাডারের আমলাদের মধ্যে চাকুরিতে নেই উনারাও ভূতাপেক্ষ পদোন্নতির সুবিধা নেন বঞ্চিত হিসেবে। অন্য ক্যাডারের কর্মকর্তারা যেন বঞ্চিত হননি। দেশের ১৮ কোটি জনতা যে ফ্যাসিবাদের নির্যাতনে পিষ্ট হয়ে ১৭ বছর ধরে বিভিন্নভাবে বঞ্চিত হলেন , দেশে সব মানুষ যে গণতন্ত্র হীনতায় কাটালেন দেড় যুগ ধরে, সেই বিষয়ে উনাদের কোন মাথাব্যথা নেই। এই ফ্যাসিবাদের সহযোগী হিসেবে এবং গণতন্ত্র হত্যার জন্য এই আমলা নেতৃত্ব কতটুকু দায়ী, জাতির জানতে চাওয়া উচিৎ কিনা।