
এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর সদরঘাটে মিরাজ-৬ লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। নৌকায় থাকা ৭ জন যাত্রীর মধ্যে ৬জন তীরে উঠতে পারলেও ইসরাফিল (২২) নামে এক যুবক এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন। নিখোঁজ যাত্রীকে উদ্ধারে অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিসের তিন সদস্যের একটি ডুবুরি দল।
আজ রোববার দুপুর ১২টার দিকে সদরঘাটে এ দুর্ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার আজ বিকেলে সাড়ে ৫টায় গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার দুপুর ২টা ২৫ মিনিটের সময় ঢাকার সদরঘাটে মিরাজ-৬ লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে বলে খবর পায় ফায়ার সার্ভিস। এসময় নৌকায় থাকা ৭জন যাত্রীর মধ্যে ৬জন তীরে উঠতে পারলেও ইসরাফিল (২২) নামে একজন যাত্রী বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নিখোঁজ রয়েছেন। নিখোঁজ যাত্রীকে উদ্ধারে অভিযান চালাচেছন ফায়ার সার্ভিসের তিনজন ডুবুরি সদস্য। সেখানে সহযোগিতা করছে নৌ-পুলিশের টহল দল।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, যাত্রীবাহী নৌকাটি ঢাকার কেরানীগঞ্জ থেকে ৭জন যাত্রী নিয়ে সদরঘাট আসার পথে মিরাজ-৬ লঞ্চটি সজোরে তাকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে গেলে এদুর্ঘটনা ঘটে। এরিপোর্ট লেখা পর্যন্ত ওই যাত্রীর সন্ধান মেলেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
উল্লেখ্য, এর আগে গত ২৯ জুন বুড়িগঙ্গায় ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামের একটি লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় নারী শিশুসহ ৩৩ জনের প্রাণহানির ঘটনা ঘটে।
