সন্তানকে মাদক থেকে ফেরাতে না পেরে শিক্ষকের আত্মহত্যা

0
65
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী মোক্তারবাড়ি রোড এলাকার নিজ বাসা থেকে ইলিয়াস উদ্দিন আকন্দ (৫৪) নামে এক কলেজ শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পশ্চিম থানা পুলিশ। শুক্রবার দুপুরে নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত ইলিয়াস উদ্দিন আকন্দ টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের আইসিটির সিনিয়র শিক্ষক ও বিভাগীয় প্রধান ছিলেন। তিনি মোক্তারবাড়ি রোডের বাচ্চু টাওয়ারে নিজ ফ্ল্যাটে স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করতেন। তিনি জামালপুর জেলা সদরের মৃত রায়হান আলী আকন্দের ছেলে।
ভাড়াটিয়ারা জানান, নিহতের বড় ছেলে আমর ইবনে ইলিয়াস দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত। শত চেষ্টা করেও তিনি মাদকাসক্তের হাত থেকে ছেলেকে ফেরাতে পারেননি। এ নিয়ে প্রায়ই স্ত্রী-সন্তানদের সঙ্গে তার মনোমালিন্য ও কথাকাটাকাটি হতো। এরই জের ধরে বৃহস্পতিবার রাতেও পরিবারের সদস্যদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি তার শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে তার স্ত্রী তাকে ডাকাডাকি করে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে চিৎকার শুরু করেন। একপর্যায়ে আশপাশের ভাড়াটিয়ারা এসে জানালার ফাঁক দিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here