
ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নে ৬ষ্ঠ জাতীয় সম্মেলন ১৯ মার্চ শুক্রবার বিএমএ মিলনায়তন তোপখানা রোডে বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। সম্মেলন শুরুতে গণসাংস্কৃতিক মৈত্রী জাতীয় গণসঙ্গীত পরিবেশন করেন। এরপর একটি শোক প্রস্তাব পাঠ করা হয়। সংগঠনের সভাপতি আমেনা বেগমের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন গণমানুষের নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা আবুল হোসাইন ও কৃষক নেতা মোস্তফা আলমগীর রতন। প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক গৃহশ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এলিজাবেথ ট্যাং ও বিভিন্ন অতিথিবৃন্দসহ প্রায় ৭শত গৃহকর্মী নেতৃবৃন্দ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মমতাজ বেগম সভাপতি এবং মুর্শিদা আখতার নাহারকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত হয়।
