

মো: শাহজালাল দেওয়ান: গাজীপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা,স্বাধীনতা পদক প্রাপ্ত জাতীয় বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির ২০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সময়ের বাতিঘর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে টঙ্গীতে ৩ শতাধিক পথচারী মানুষের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়েছে।
৮ মে বুধবার দুপুরে টঙ্গী শহীদ আহসান উল্লা মাস্টার জেনারেল হাসপাতালের সামনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সময়ের বাতিঘর সামাজিক সংগঠনের সভাপতি মোঃ মোস্তাকিম খানের সভাপতিত্বে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান শেখ এর সঞ্চালনায় আলোচনায় ও খাবার বিতরণে উপস্থিত ছিলেন, শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তারিক হাসান, সাংবাদিক মোঃ কালিমুল্লাহ ইকবাল , মুন্নু টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান তুহিন মাস্টার , বিশিষ্ট ব্যবসায়ী শামীম ওসমান, সময়ের বাতিঘর সংগঠনের সহসভাপতি হানিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ ঢালী, সাংগঠনিক সম্পাদক শাহজালাল দেওয়ান, অর্থ সম্পাদক পলাশ সরকার, দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক পাপেল মিয়া, কার্যকারী সদস্য খন্দকার হাসিব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বলেন প্রতিটি সেবামূলক কাজে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে এছাড়াও ভবিষ্যতে আমরা দেশ-জাতির সংকট ও দুর্যোগ মুহূর্তে ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা ও ওষধ বিতরণ, পরিষ্কার-পরিছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধ, সবার জন্য শিক্ষা, পথশিশুদের আশ্রয়দান, রক্তদান ও ব্লাড গ্রুপিংসহ নানাবিধ সমাজকল্যাণমূলক কর্মসূচির গ্রহণ করেছি পর্যায়ক্রমের সেগুলো বাস্তবায়ন করা হবে। এজন্য সমাজে যারা বৃত্তবান রয়েছে তাদেরকে সংগঠনের সাথে যুক্ত হয়ে কাজ করারও অনুরোধ জানিয়েছেন।
