সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে সাংবাদিক সম্মেলন

0
152
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : অবিলম্বে ৯ম পে কমিশন গঠনসহ ৫ দফা পূরণের দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন আজ ১৭ সেপ্টেম্বর’ ২০২০ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে সংগঠনের ৫ দফা দাবি নামা পেশসহ লিখিত বক্তব্য উপস্থাপন করেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ।
লিখিত বক্তব্যে নি¤েœাক্ত ৫ দফা দাবি উপস্থাপন করা হয়-
১। অবিলম্বে ৯ম পে কমিশন গঠনসহ দ্রব্য মূল্যের উর্ধ্ব গতির কারণে ৪০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান: ২। বেতন বৈষম্য দূরীকরণে বার্ষিক ইনক্রিমেন্ট বিদ্যমান ৫ শতাংশের স্থলে ২০ শতাংশ নির্ধরণ; ৩। সচিবালয়ের মতো সমকাজে সমমর্যাদা ও পদবী পরিবর্তন; ৪ আউট সোসিং নিয়োগ প্রথা বাতিল পূর্বক শূন্যপদ সমূহে রাজস্বখাতে নিয়োগ; ৫। টাইমস্কেল নিলেকশন গ্রেড পূনর্বহাল, পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রদানসহ পেনশন গ্রাচ্যুইটির হার ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণ;
এছাড়াও দেশব্যাপী ভয়াবহ করোনায় মৃত্যুবরণকারী কর্মচারীগণের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক তাদের পরিবার পরিজনকে আর্থিক ক্ষতিপূরণ প্রদানের বিষয়টি নিশ্চিত করার জন্য সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করা হয়।
কর্মচারীদের মনের পূঞ্জিভূত ক্ষোভ ও হতাশা নিরসনের লক্ষ্যে উপরোক্ত দাবিসমূহ পূরণের জন্য সরকারের সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করা হয়। অন্যথায়, দাবি আদায়ে সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করা হবে বলে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করা হয়। সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ, কার্যকরী সভাপতি এম এ হান্নান, নিজামদ্দিন পাটোয়ারী, মোঃ সেলিম ভূইয়া, অতিরিক্ত মহাসচিব বদরুল আলম সবুজ, মোঃ মোজাম্মেল হক, মোঃ আজিম, সহ সভাপতি এম এ আউয়াল, আম্বিয়া বেগম পলি, সাংগঠনিক সচিব খন্দকার আক্কাছ, মোঃ মোক্তার হোসেন, মোঃ কামাল হোসেন সিকদার প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here