মোঃ শাহজালাল দেওয়ান: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্ররা দল গঠনকরলে স্বাগত জানাই। তবে সরকারে কিছু থাকবেন, আবার কিছু লোক সরকারের সহায়তায় দল গঠন করবেন এটা হতে পারে না। সরকারের লোকজন সংঘাতময় কোনো বক্তব্য দেবেন না। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টর খেলার মাঠে দোয়া মাহফিল ও দরিদ্রদের শীতবস্ত্র এবং শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিনের সার্বিক সহযোগিতা ও সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, মোস্তাফিজুর রহমান সেগুন, এম কফিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর তাঁতি দলের সদস্য সচিব এম এ হান্নান,তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা,যুগ্ন আহ্বায়ক চানমিয়া বেপারিসহ ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা এবং ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,অনুষ্ঠান সঞ্চালন করেন দক্ষিনখান থানায় বিএনপির আহবায়ক হেলাল উদ্দিন তালুকদার।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগী বলেন, নিত্যপণ্যের দাম বেড়ে গেছে, বিদ্যুতের দাম বেড়েছে, এর জন্য শুধু ব্যবসায়ীরা দায়ী না, বিগত সরকারের দুর্নীতিও দায়ী। মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার যে দুষ্টামি, মানুষকে ক্ষতি করা তা তিনি ছাড়েননি। দিল্লিতে বসে দলীয় কর্মীদের তিনি বলছেন: তোমরা তৈরি হও টুপ করে চলে আসব। পদ্মা সেতু থেকে বেগম জিয়াকে টুপ করে ফেলে দিতে চেয়েছিল, ঠিক সেভাবে টুপ করে চলে আসতে চান শেখ হাসিনা। একটা কথা মনে রাখতে হবে তাকে, মানুষ ভুলবে না। তিনি আরও বলেছেন, দেশ হাসিনামুক্ত হয়েছে কিন্তু গণতন্ত্র ফেরেনি। শেখ হাসিনা যে জঞ্জাল তৈরি করেছে তা সংস্কার করে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার, জনগণের তাই প্রত্যাশা, জনগণ যাকে খুশি তাকে নির্বাচিত করবে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘কেমন মহিলা (হাসিনা), কেমন মানুষ শেখ হাসিনা তার ভিতরে কোনো অনুশোচনা নেই, এতগুলো মানুষ হত্যা করল। কতটা ভয়াবহভাবে তিনি জাতির ওপর চেপে বসেছিলেন। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ড. ইউনূসের সরকারকে নির্বাচন দিতে হবে, যেন জনগণ তার অধিকার ফিরে পেতে পারে। নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীন। সরকার নিরপেক্ষ থাকবে বলেই প্রত্যাশা করি।
সরকারের সহায়তায় নতুন দল হলে জনগণ মানবে না: মির্জা ফখরুল
