

ডেইলি গাজীপুর প্রতিবেদক : সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ডেইলি গাজীপুরের সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ টুডের সাংবাদিক নাসির উদ্দীন বুলবুলকে জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশের আয়োজনে‘জাগ্রত বেঙ্গল স্টার সম্মাননা’-২০২৩’ প্রদান করে। জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশের আয়োজনে এপার বাংলা ও ওপার বাংলার ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, কবি-সাহিত্যিকদের এক মিলনমেলা ২০২৩ গাজীপুরের নির্ভানা রিসোর্ট ও পার্কে ১ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভারত থেকে ১০০ জন বরেণ্য কবি-সাহিত্যিক অংশগ্রহণ করেন, এ ছাড়া বাংলাদেশের ২৪০০ ব্যবসায়ী, ৪০০ কবি-সাহিত্যিক ও ১০০ সাংবাদিক এই মিলনমেলায় অংশ গ্রহণ করেন।
মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে সংগঠনের চেয়ারম্যান বিশিষ্ট সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলমের উপস্থিতিতে এ সম্মাননা ক্রেষ্ট নাসির উদ্দীন বুলবুল এর হাতে তুলে দেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী, বিশিষ্ট সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক মু.নজরুল ইসলাম তমিজী। মিলন মেলায় জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামসুন নাহার এম.পি,গাজীপুর সিটিকর্পোরেনর সাবেক মেয়র ও মহানগরের সাবেক সাধারন সম্পাদক এবং বর্তমান গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এর সভাপতি ও বর্তমান মেয়রের প্রধান উপদেষ্টা আলহাজ এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
