Daily Gazipur Online

সাংবাদিক কাজী ওমর ফারুক আর নেই

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ‘বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদ’র কোষাধ্যক্ষ কাজী ওমর ফারুক (৫৬) গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় গাজীপুরের কোনাবাড়ী এলাকায় নিজ বাসভবনে মারা গেছেন। তিনি হৃদরোগ ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিষদের পক্ষ থেকে তার শোক সন্তেÍাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
কাজী ওমর ফারুক একজন দক্ষ সংগঠক ছিলেন। তিনি দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকায় কর্মরত ছিলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ অনেক সংগঠনের সাথে জড়িত ছিলেন। সব সময় তিনি নিজের কাজ রেখে অন্যের কাজে ব্যস্ত থাকতেন। এই গুণগ্রাহী মানুষটির জন্য অনেকে তার আত্মার মাগফেরাত কামনাসহ শোক প্রস্তাব করেছেন।