Daily Gazipur Online

সাংবাদিক কাজী ফারুক স্মরণসভা

ডেইলি গাজীপুর, সংবাদ বিজ্ঞপ্তি: আজ ২৩ মার্চ মঙ্গলবার তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদে প্রয়াত সাংবাদিক কাজী ওমর ফারুক স্মরণে এক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম করম আলীর সভাপতিত্বে শোক আলোচনায় অংশগ্রহণ করেন সাংবাদিক নেতা সোহেল হায়দার চৌধুরী, গাজী জহিরুল ইসলাম, আছাদুজ্জামান, শাজাহান মিয়া, আসলাম ইকবাল, হেমায়েত উদ্দিন, এস এম জহিরুল ইসলাম, কাজী মহসীন হোসাইন, সি কে সরকার এবং প্রয়াত সাংবাদিকের একমাত্র ছেলে ফজলে রাব্বি। সভা পরিচালনা করেন সাংবাদিক সিকদার আব্দুস সালাম। কাজী ফারুক উল্লেখিত সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকেই কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। স্মরণসভায় সংগঠনের পক্ষ থেকে সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম করম আলী নিজ উদ্যোগে কিছু আর্থিক সহযোগিতা করেন।
উল্লেখ্য গত ১৫ ফেব্রুয়ারি রাতে ফারুক হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসস্থানে ইন্তেকাল করেন। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা নাজমুল হাসান।