
ডেইলি গাজীপুর প্রতিবেদক : সিনিয়র সাংবাদিক খোন্দকার মোহিতুল ইসলাম ( রঞ্জু ) আর নেই । আজ বুধবার দুপুর ১২’০৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। তিনি গত ১৮ এপ্রিল ব্রেইন স্ট্রোক করে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি হন। আজ বাদ আছর তার নামাজে জানাজা শেষে নিকুঞ্জ করবস্থানে দাফন করা হবে।
সাংবাদিক খোন্দকার মোহিতুল ইসলাম চাকরি জীবনে ঢাকার অনেক জাতীয় দৈনিকে সিনিয়র রিপোর্টার হিসেবে সুনামের সাথে বিভিন্ন গুরু দায়িত্ব পালন করেছেন। ডেইলি অবজারভার,দৈনিক নওরোজ সহ বিভিন্ন জাতীয় দৈনিক ছাড়াও রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের বিশেষ দায়িত্ব পালন করেন। এ ছাড়া দৈনিক জনতার সম্পাদক ছিলেন খোন্দকার মোহিতুল ইসলাম । রঞ্জু ভাই সর্বশেষ তিনি অনলাইন নিউজ পোর্টাল গ্লোবাল টাইমস বিডি’র সম্পাদক ছিলেন।
মোহিতুল ইসলাম ( রঞ্জু ) রাজধানীর নিকুঞ্জ ১ এর আবাসিক এলাকার নিজ বাড়ীতে স্ত্রী,দুই ছেলে ও এক মেয়ে নিয়ে তার বসবাস । তার মৃত্যুতে জাতীয় সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন অ্যাডভোকেট এম এ মজিদ ও মহাসচিব নাসির উদ্দিন বুলবুল এক বিবৃতিতে শোক প্রকাশ করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
