

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ইসলামিক টেলিভিশন ও সময় টিভির সাবেক গাজীপুর প্রতিনিধি এবং টংগী প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক সৈয়দ মনিরুল আলম গাজী ক্যান্সারে আক্রান্ত হয়ে শুক্রবার রাত ১টার সময় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না…. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ ফজর উত্তরায় প্রথম জানাজা নামাজ শেষে তাঁর লাশ গ্রামের বাড়ি কালীগঞ্জের জামালপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখনে বাদ জুম্মা দ্বিতীয় জানাজা নামাজ শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সাংবাদিক মনিরের মৃত্যু সংবাদে টংগী ও গাজীপুরের সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
