সাগর থেকে ১২ নাবিককে উদ্ধার বিমানবাহিনীর

0
138
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল সাগরে ডুবে যাওয়া পাথরবোঝাই একটি লাইটারেজ জাহাজের ১২ নাবিককে উদ্ধার করেছে বিমানবাহিনী।
বুধবার বঙ্গোপসাগরে নোয়াখালীর হাতিয়ার ভাসানচর সংলগ্ন এলাকা থেকে বিমানবাহিনীর দুটি হেলিকপ্টারের মাধ্যমে তাদের উদ্ধার করা হয়। এর পর তাদেরকে চট্টগ্রামে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে নিয়ে আসা হয়। সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিমানবাহিনী সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে এমভি সানভ্যালি-৪ নামের লাইটারেজ জাহাজটি চট্টগ্রামের মাঝিরঘাট থেকে পাথর বোঝাই করে ঢাকার হাসনাবাদে যাচ্ছিল। পথে ভাসানচর সংলগ্ন সাগরের ৯ নম্বর বয়া, নতুন চ্যানেল আক্তার বানু ডোবা এলাকায় পৌঁছালে রাত ৮টার দিকে ঝড়ের কবলে পড়ে জাহাজটি। এক পর্যায়ে জাহাজে পানি ঢুকতে শুরু করে। তখন উদ্ধারের জন্য সাহায্য চান জাহাজটির নাবিকরা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ভাসানচর সংলগ্ন এলাকায় লাইটারেজ জাহাজটির ডুবে যাওয়ার খবর বিমানবাহিনীর কাছে পৌঁছলে দ্রুত দুটি এডব্লিউ-১৩৯ সার্চ অ্যান্ড রেসকিউ হেলিকপ্টার বঙ্গোপসাগরে অনুসন্ধান চালিয়ে ১২ নাবিককে উদ্ধার করে।
বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার সাইফুল আলম জানান, নাবিকদের উদ্ধারের পর জাহাজটির মালিককে খবর দেওয়া হয়। সব নাবিকই সুস্থ রয়েছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here