

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক বেসরকারি সংস্থা “সাদা হাতি” এর আয়োজনে ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি সকালে গাজীপুরের টঙ্গী বাজারে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক ও দুপুরের খাবার বিতরণ করা হয়েছে । সংস্থার সহসভাপতি শেকানুল ইসলাম শাহী বলেন আরো কিছু শিশুর মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্য টংগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক, সংস্থার সহ সাধারণ সম্পাদক তাহমিনা আলী, সহ অর্থ সম্পাদক রিফাত উজ্জামান, সদস্য ইভা জামান প্রমুখ।
‘মানবিক পৃথিবীর পথে’, স্লোগাকে ধারণ করে ফ্রান্সে ‘সাদা হাতি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এই উদ্যোগের উদ্দেশ্য পিছিয়ে পড়া মানুষদের, বিশেষত নারীদের উন্নয়নের পথে এগিয়ে নেওয়া, শিশুদের মুখে হাসি ফোটানো এবং একটি মানবিক পৃথিবী গড়ে তোলা।
‘সাদা হাতি’ মনে করে সমাজের চিন্তাশীল ও কল্যাণকামী মানুষ, যাঁরা শুধু নিজেরই নয় অন্যদের জীবনমান উন্নয়নেও অবদান রাখতে আগ্রহী, তাঁরা একসাথে কাজ করলেই পৃথিবীকে আরও সুন্দর, আরও মানবিক করে তোলা সম্ভব। ‘সাদা হাতি’র লক্ষ্য হচ্ছে – নারীর ক্ষমতায়ন,শিশুর উন্নয়ন,প্রতিবন্ধীদের স্বপ্ন পূরণ, জলবায়ু রক্ষা, পরিবেশ দূষণ রোধ, বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসন ও মানবিক মূল্যবোধের প্রসার। ‘সাদা হাতি’ একটি অরাজনৈতিক সংগঠন।
