গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ)প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে আমের বাণিজ্যিক রাজধানী খ্যাত নওগাঁর সাপাহারে আনুষ্ঠানিক ভাবে আম সংগ্রহের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি।
সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার বিকেল ৩টায় গোডাউনপাড়া বাবু চৌধুরীর বাগানে আনুষ্ঠানিক ভাবে আম সংগ্রহের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আম সংগ্রহের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্য মন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামসুল ওয়াদুদ। উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম চৌধুরী, সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, যুগ্ন সম্পাদক আব্দুল বারী শাহ্ চৌধুরী বাবু, উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, মনিরুজ্জামান মনির, উদ্ভিদ সংরক্ষণ অফিসার আতাউর রহমান সেলিম প্রমুখ।