Daily Gazipur Online

সাপাহারে করোনা প্রতিরোধে শুভ সংঘের মাস্ক বিতরণ

গোলাপ খন্দকারসাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “শুভকাজে সবার পাশে” দৈনিক কালের কন্ঠ পত্রিকার সহযোগী প্রতিষ্ঠান শুভ সংঘ সাপাহার শাখার উদ্যোগে দেশে চলমান পরিস্থিতি করোনা ভাইরাস প্রতিরোধে জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় শুভ সংঘের সাপাহার শাখা কার্যালয়ে শুভ সংঘের সভাপতি নুরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাস্ক বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: রুহুল আমিন, সাপাহার সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী , নওগাঁ জেলা শুভ সংঘের সহ-সভাপতি সাব্বির হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম, সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল রশিদ সদর ইউপি সদস্য জগন্নাথ প্রমুখ । অতিথি বৃন্দ মাস্ক বিতরণের পূর্বে ঘাতক ব্যাধী নোবেল করোনা ভাইরাস সম্পর্কে এবং প্রতিরোধে উপদেশ মুলক বক্তব্য প্রদান করেন। বক্তব্য শেষে সাপাহার শুভ সংঘের উদ্যোগে জনগনের মাঝে সচেতনতা বাড়াতে ৫শতাধিক মানুষের মাঝে একটি করে মাস্ক বিতরণ করা হয়।