
গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে গাঁজা সহ মনিরা (৩২) নামের এক মহিলা গাঁজা ব্যবসায়ী পুলিশের হাতে আটক হয়েছে।
জানাগেছে, সোমবার রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ পরিদর্শক (এসআই) নয়ন কুমার কর সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে সদরের ডাঙ্গাপাড়া এলাকা হতে জনৈক সুজনের মুদি দোকানের সামনে থেকে ৫৪ গ্রাম গাঁজা সহ লালমাটিয়া পাড়ার শরিফুলের স্ত্রী মনিরাকে হাতে নাতে আটক করেন।
এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মঙ্গলবারে আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা দায়ের করে জেলা আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান।
