
গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে উপজেলাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য ও ডেঙ্গু মশা রোধ করার লক্ষে মঙ্গলবার দিনবব্যাপী উপজেলার সদরে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা ও পরিবেশ পরিস্কার রাখার পরামর্শ প্রদান করা হয়েছে।
সাপাহার মাস্টার পাড়া যুব সংঘ নামের এক সেচ্ছাসেবী সংগঠনের এক ঝাক তরুণ যুবক সাপাহার উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ পরিস্কার অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন,উপজেলা নিবার্হী অফিসার কল্যাণ চৌধুরী,কামরুজ্জামান,মেহেদী হাসান প্রমুখ। এসময় সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন।
