Daily Gazipur Online

সাপাহারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে পুকুরে ডুবে মেশকাত জাহান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
পারিবারিক সুত্রে জানা গেছে ,শনিবার বেলা সাড়ে ১২ টায় উপজেলার তিলনা কোচপাড়া গ্রামের মোজাহার আলীর মেয়ে মেশকাজ জাহান পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খেলা করার এক মহুত্বে পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় শিশুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে এক পর্যায়ে বাড়ির পাশ্বের একটি পুকুরে শিশুটিকে হাবুডুবু খেতে দেখে তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগণ শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন।
এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম শাহ্ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।