সাপাহারে বিআরডিবি প্রণোদনার এসএমই ঋন বিতরণ

0
107
smart
728×90 Banner

হাফিজুল হক, সাপাহার নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড-১৯ প্রণোদনা ঋণের আওতায় এসএমই ঋন বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল ,বিআরডিবি’র উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুনিয়র অফিসার আসমা আক্তার, ইউসিসিএ সভাপতি আশরাফুল আলম, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সহ সভাপতি সাংবাদিক হাফিজুল হক, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সোহেল চৌধুরী রানা প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ক্যাটাগরির উদ্যোক্তাদের মাঝে প্রণোদনা তহবিলের ১৫ জন সদস্যের মাঝে ১৫ লাখ টাকা ঋণ পত্র হস্তান্তর করেন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: আলমগীর হোসেন জানান যেসকল উদ্যোক্তা করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড-১৯ প্রণোদনা ঋণের আওতায় এসএমই ঋন দিয়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতি কাটিয়ে উঠার জন্য এই প্রণোদনা ঋণ বিতরণ এর মূল উদ্দেশ্য। এই ঋণ পেলে উদ্যোক্তাগণ তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তবে ঋণের চাহিদা অনেক বেশি ছিল বলে উদ্যোক্তারা জানিয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here