Daily Gazipur Online

সাপাহারে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ দেশ নেত্রীকে মুক্ত করার জন্য নওগাঁর সাপাহার উপজেলা যুবদলের কমিটি শক্তিশালী করার লক্ষে কর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিএনপির দলীয় কার্যালয়ে বিকেল সাড়ে ৫টায় সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দলকে গতিশীল করার লক্ষ্যে উপজেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের সভাপতি বায়োজিদ হোসেন পলাশ,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন এবং জেলা ও উপজেলা যুবদলের কর্মীবৃন্দু উপস্থিত ছিলেন।