সাবেক অধ্যক্ষ কালামের ইন্তেকাল

0
172
728×90 Banner

আল আমিন মন্ডল (বগুড়া) : বগুড়ার গাবতলী বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও ধুনটের চিকাশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বৃহস্পতিবার রাঁত ৯টা সময় শহরের মালতিনগর বাসায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলে ৭২বৎসর। তিনি মাতা, স্ত্রী, একপুত্র ও দুইকন্যা, ভাই-বোন, আত্মীয়-স্বজন’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আবুল কালাম আজাদ ধুনটের চিকাশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং গোলাম গফুর সরকারের পুত্র ছিলেন। মরহুমের নামাজে যানাজা গতকাল শুক্রবার সকাল ৮টায় মালতিনগর এমএস ক্লাব মাঠে, সাড়ে ৯টায় শ্বশুর বাড়ী নশিপুর (বালুপাড়া) ইসলামী সেন্টারে, সাড়ে ১০টায় বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। নামাজে যানাজায় অংশ গ্রহণ করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, গাবতলী থানা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক নতুন, অধ্যক্ষ ফজলার রহমান, মরহুমের শ্যালক সাবেক এসপি নুর-ই-আলম, নশিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম মিন্টু, বিএনপি নেতা জাহিদুল ইসলাম জাহিদ, রোকন তালুকদার, আমিনুল ইসলাম রাঙ্গা, জহুরুল ইসলাম সজল, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মজনু, আনজু মন্ডল, জাহাঙ্গীর আলম পোটল, মতিয়ার রহমান, থানা ছাত্রদলের আহবায়ক মহব্বত আলী, ছাত্রদল নেতা উজ্জল হোসেন’সহ কলেজের শিক্ষক মন্ডলী ও এলাকার রাজনৈতিক-সামাজিক সর্বস্তরের জনসাধারণ ও মুসল্লীগন। সর্বশেষ বাদজুম্মা মরহুমের জন্মস্থান ধুনটের চিকাশী ইউনিয়নের জোড় শিমুল গ্রামে নামাজে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এদিকে, মরহুম সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করিয়াছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here