
ডেইলি গাজীপুর প্রতিবেদক: রাজধানী ঢাকার সাভারে পারিবারিক কলহের জেরে স্ক্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী সুরুজ-জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের আকরান বাজারের কাছে এ ভয়ানক ঘটনা ঘটে।
জানা যায়, গ্রেপ্তারকৃত সূরুজ্জামান বকুল (৪৫) এলাকায় কাঠমিস্ত্রীর কাজ করে সংসার চালাতেন।
পুলিশ নিহত নাজমা আক্তাররের (৩৩) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী তাকে কুড়াল দিয়ে কোপ দিয়ে হত্যা করেছে।
এঘটনায় স্থানীয়রা নিহতের স্বামীকে বেধে রেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে সূরুজ্জামান বকুলকে আটক করা হয়। হত্যাকান্ডে ব্যবহৃত কুড়ালটিও জব্দ করা হয়েছে বলেন তিনি।
এব্যাপারে সাভার মডেল ধানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
