

স্টাফ রিপোর্টার : টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ট্রাব এর সভাপতি,বিশিষ্ট সাংবাদিক ও টিভি উপস্থাপক সালাম মাহমুদের উপস্থাপনায় জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলায় শুরু হচ্ছে জাতীয় দৈনিক পত্রিকার প্রতিদিনের শিরোনাম ভিত্তিক লাইভ অনুষ্ঠান “এটিএন বাংলা-আজকের সংবাদপত্র”।এটিএন বাংলার বার্তা বিভাগীয় স্টুডিও থেকে প্রতিদিন রাত ১২.৪৫ মিনিট থেকে রাত ১টা পর্যন্ত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে।অনুষ্ঠানের উপস্থাপক ট্রাব সভাপতি সালাম মাহমুদ জানান অনুষ্ঠানটি করার বিষয়ে এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান ও সম্প্রচার) জনাব তাশিক আহমেদ স্বাক্ষরিত পত্র আমরা পেয়েছি। আমরা প্রস্তুতি নিচ্ছি যাতে দ্রুত অনুষ্ঠানটি শুরু করতে পারি। ৭ দিনের লাইভ অনুষ্ঠানটি সপ্তাহে ৫দিন উপস্থাপনা করবেন সালাম মাহমুদ, দু’দিন উপস্থাপনা করবেন বিশিষ্ট সাংবাদিক টিভি উপস্থাপক সোহেল হায়য়দার চৌধুর।অনুষ্ঠানের সমন্বয় ও সার্বিক তত্বাবধানে থাকবেন বিশিষ্ট সাংবাদিক বাদল আহমেদ ও হামিদ মোহাম্মদ জসিম।উপদেষ্টা থাকবেন এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান ও সম্প্রচার) জনাব তাশিক আহমেদ।
