সাহিত্য চর্চা মানুষের গুণাবলী বিকশিত করে–লায়ন মোঃ গনি মিয়া বাবুল

0
249
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, সাহিত্য চার্চা মানুষের গুণাবলী বিকশিত ও প্রসারিত করে। সাহিত্য জাতির সভ্যতার ধারক ও বাহক। জাতির উন্নয়ন-অগ্রগতি ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে সাহিত্য চর্চা বাড়াতে হবে।
তর্কবাগীশ সাহিত্য পরিষদের উদ্যোগে ৩৭৩ দিলু রোড,মগবাজার, ঢাকায় ৪ ডিসেম্বর বিকেলে মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ এর ১২০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত কবিতা পাঠ, সাহিত্য আড্ডা ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাসযোগ্য ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে দেশীয় সংস্কৃতির বিকাশ অপরিহার্য। তর্কবাগীশ সাহিত্য পরিষদের সভাপতি ড. হাবিবুর রহমান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি বীরমুক্তিযোদ্ধা কবি আনোয়ার হোসেন, অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিষদের প্রধান উপদেষ্টা মুহাম্মদ আতা উল্লাহ খান, স্বাগত বক্তব্য রাখেন ড. শরিফ সাকি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here