
এস,এম,মনির হোসেন জীবন : রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এনিয়ে আজ পর্যন্ত প্রতারক সাহেদের নামে উত্তরা পশ্চিম থানায় মোট ১১টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার দিবাগত মধ্যরাতে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে মামলা করেছেন মেট্রো রেল নির্মাণ কাজের সঙ্গে জড়িত একটি সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ৭৬ জন শ্রমিক ও কর্মচারীদের করোনা পরীক্ষা করানো হয়েছিল রিজেন্ট হাসপাতাল থেকে।
এদিকে, আজ মঙ্গলবার উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এনিয়ে আজ পর্যন্ত সাহেদ ও রিজেন্ট হাসপাতালের প্রতারণার ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মোট ১১টি মামলা দায়ের করা হয়েছে। মেট্রো রেল নির্মাণের কাজ করছে এমন একটি সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠান থানায় মামলা দায়ের করছেন। মো. রেজাউল করীম নামে এক ব্যক্তি বাদী হয়ে সোমবার রাতে মামলাটি করেছেন। মামলা নম্বর ২০।
এদিকে, ডিএমপির উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন মামলা দায়েরের বিষয়টি স্বীকার করে বলেন, ভুক্তভোগী মামলার বাদি রেজাউল করিম মামলায় অভিযোগ করেছেন, রিজেন্ট হাসপাতাল থেকে ৭৬ জন শ্রমিকের করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে। যা ভুয়া ছিল। পরীক্ষার কথা বলে রিজেন্ট হাসপাতাল টাকা আত্মসাৎ করেছে।
এবিষয়ে মামলার বাদী রেজাউল করিম জানান, তাদের প্রতিষ্ঠানের হয়ে যারা কাজ করেছেন, তাদের মধ্য থেকে ৭৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছিল রিজেন্ট। এখন তারা শুনছেন, সব জালিয়াতি করা হয়েছে। তাই তিনি মামলা করেছেন।
উল্লেখ্য, বিশ্বব্যাপী মরণঘাতী করোনাভাইরাস ( কোভিড-১৯) নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগ আসে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় এলিট ফোর্স র্যাব। এসময় ৮জনকে আটক করা হয়। এবিষয়ে গত ৭ জুলাই উত্তরা পশ্চিম থানায় র্যাব বাদি হয়ে মো: সাহেদকে প্রধান আসামী করে ১৭জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে সিলগালা করে দেওয়া হয় হাসপাতাল দুটি। এরপর ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয় মো: সাহেদকে। সাহেদ ও রিজেন্ট হাসপাতালের প্রতারণার ঘটনায় এখনও পর্যন্ত উত্তরা পশ্চিম থানায় ১১টি মামলা দায়ের করা হয়েছে।
