সিদ্ধিরগঞ্জে জাল টাকা তৈরী চক্রের সদস্য গ্রেফতার

0
106
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর অদূরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার নয়াপাড়া ভান্ডারিরপুল এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরী সংঘবদ্ধ চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১) একটি দল।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মিরাজ মৃধা (২৩)। এ সময় তার কাছ থেকে বাংলাদেশী ১৪টি জাল ১০০ টাকার নোট ও জাল টাকা তৈরীর কাজে ব্যবহৃত একটি প্রিন্টার মেশিন ও স্কেনার উদ্ধার করা হয়।
র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে র‌্যাব-১১ এর একটি দল গোপনে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার নয়াপাড়া ভান্ডারিরপুল সাকিনস্থ জনৈক ওয়াকিল ভূইয়ার মালিকানাধীন ভাড়া বাসায় অভিযান চালায়। এসময় র‌্যাব সদস্যরা জাল টাকা তৈরীর অপরাধে মিরাজ মৃধা (২৩)কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ গ্রেফতারকৃত ব্যক্তি ও অনুসন্ধানে জানা যায়, সে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার নয়াপাড়া ভান্ডারিরপুল এলাকায় জাল টাকা তৈরী করে বাজারে বিক্রয় করে আসছে। এছাড়া মিরাজ জাল টাকা তৈরীর সুবিধার জন্য ঘন ঘন বাসা পরিবর্তন করে আসছিল। নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশ এলাকায় দীর্ঘদিন যাবৎ জাল টাকা তৈরী করে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছে।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, দীর্ঘদিন ধরে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তার ভাড়াকৃত বাসায় প্রিন্টারও স্কেনার ব্যবহার করে জালনোট তৈরী করে আসল টাকা হিসেবে নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। পরে গ্রেফতারকৃত আসামীকে জিঞ্জাসাবাদ শেষে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here