Daily Gazipur Online

সিনহার মাকে বিচারের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

ডেইলি গাজীপুর প্রতিবেদক :টেকনাফে নিহত সাবেক মেজর সিনহার মাকে টেলিফোনে সমবেদনা ও সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফে নিহত সাবেক মেজর সিনহার মাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (০৪ জুলাই) বিকেলে টেলিফোনে সান্ত্বনা দিয়েছেন।
প্রধানমন্ত্রী নিহতের পরিবারকে সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন এবং সেই সঙ্গে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন।
অপর দিকে নিহতের পরিবারের খোঁজ-খবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সিনহার পরিবার।

Print Friendly, PDF & Email