সিরাজগঞ্জে চালু হল হার্ট ফাউন্ডেশন আউটডোর কার্যক্রম

0
239
728×90 Banner

আবির হোসাইন শাহিন সিরাজগঞ্জ প্রতিনিধি: শনিবার থেকে হার্ট ফাউন্ডেশন সিরাজগঞ্জ এ আউটডোর চালু হল।সিরাজগঞ্জ -২ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত আনুষ্ঠানিকভাবে আজ সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি হার্ট ফাউন্ডেশন সিরাজগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি।
আউটডোর কার্যক্রমের আওতায় মাত্র ১০০ টাকার বিনিময়ে হৃদরোগে আক্রান্ত ব্যাক্তিগন এখানে দৈনিক ডাক্তার দেখাতে পারবেন। ২০০ টাকা ফি দিয়ে জটিল ও রেফার্ড করা রোগীগন হার্টের বিশেষজ্ঞ চিকিৎসকগনের চিকিৎসা গ্রহণ করতে পারবেন। এখানে পর্যায়ক্রমে হৃদরোগ শনাক্ত করার জন্য সকল পরীক্ষা নিরিক্ষারও ব্যবস্থা করা হবে। এসব পরীক্ষা নিরিক্ষার জন্যও কমমূল্য ধার্য করা হবে।
উদ্বোধন করার সময় মাননীয় সংসদ সদস্য জানান যে অতিশীঘ্র সিরাজগঞ্জ হার্ট ফাউন্ডেশন এর ১০০ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক হৃদরোগ হাসপাতাল নির্মানের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বক্তৃতাকালে হার্ট ফাউন্ডেশন সিরাজগঞ্জ এর কার্যক্রম পরিচালনার জন্য সিরাজগঞ্জবাসী সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন সিরাজগঞ্জ -২ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত।
উল্লেখ্য সিরাজগঞ্জ এ একটি হৃদরোগ হাসপাতাল নির্মানের জন্য ৮০ শতাংশের একটি জমি প্রতিকিমূল্যে বরাদ্দ দেবার জন্য ইতিপূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেন। নির্দেশনা অনুযায়ী সিরাজগঞ্জ এর সাবেক জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা হার্ট ফাউন্ডেশন সিরাজগঞ্জ এর অনুকূলে পৌরসভার মিরপুরে ৮০ শতাংশ জমি ৯৯ বছরের জন্য লিজ বরাদ্দ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here