সিরাজগঞ্জে নিষেধাজ্ঞা সত্ত্বেও অবাধে চলছে কোচিং বাণিজ্য

0
216
728×90 Banner

আবির হোসাইন শাহিন (সিরাজগঞ্জ প্রতিনিধি) : সিরাজগঞ্জ সদরে নিষেধাজ্ঞা সত্ত্বেও অবাধে চলছে কোচিং বানিজ্য । শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনায় সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে কোচিং বাণিজ্য বন্ধ কমিটি গঠিত হলেও শুধু মাত্র প্রাতিষ্ঠানিক সতর্কীকরণ ছাড়া চোখে পরার মত কোন কার্যক্রম নাই। সরকারী নিয়মনীতি উপেক্ষা করে দাম্ভিকতার সাথে শহরের শহীদ এম মুনসুর আলী অডিটোরিয়ামের পিছনে পদ্ম পুকুরের সামনে বাসা বাড়ি ভাড়া নিয়ে ম্যাক্স ওয়েল কোচিং সেন্টার পরিচালনা করছেন রায়গঞ্জ উপজেলার মথুরাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ খায়রুল আলম। সোমবার সকালে সরেজমিনে ম্যাক্স ওয়েল কোচিং সেন্টারে গিয়ে দেখা যায় একটি কক্ষে স্কুলের ন্যায় ১২টি ব্রেঞ্চে নিয়ে প্রতিবেঞ্চে ৩/৪ জন করে শিক্ষার্থী বসিয়ে ৪টি ব্যাচ করে সকাল ও বিকাল প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীকে কোচিং করাচ্ছেন। এ বিষয়ে শিক্ষক খায়রুল আলম কে সতর্ক করা হলেও উল্টো উনি বলেন, আমি শুধু মাত্র ইংরেজী প্রাইভেট পড়াই, লেখালেখি করে লাভ নেই, কর্তৃপক্ষের অনুমোতিক্রমে নিয়মনীতি মেনেই আমি প্রাইভেট পড়াচ্ছি। প্রতিজন শিক্ষার্থীর কাছ থেকে মাসিক ৬০০ টাকা করে আদায় করেন বলে তিনি স্বীকার করেন। ঐ কোচিং সেন্টারের জনৈক অভিভাবক বলেন শিক্ষক খায়রুল আলম প্রতিদিন সকালে ৫০জন শিক্ষার্থী নিয়ে ২টি ব্যাচ ও বিকলে একই কায়দায় আরও ২টি ব্যচ করে মোট চারটি ব্যাচে ২শজন করে শিক্ষার্থী কে কোচিং করিয়ে থাকেন এবং শিক্ষার্থী প্রতি তিনি ৮শ টাকা মাসিক বেতন হিসেবে আদায় করেন,আমার সন্তান ৪র্থ শ্রেণীতে পড়ে, আমিও ৮০০ টাকা মাসিক বেতন দিয়ে থাকি। এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা কোচিং বাণিজ্য বন্ধ কমিটির সদস্য সচিব ও জেলা শিক্ষা অফিসার মোঃ শফী উল্লাহ বলেন, কোন শিক্ষক বাণিজ্যিক ভিত্তিতে গড়ে ওঠা কোচিং সেন্টারে নিজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হতে পারবেন না বা নিজে কোন কোচিং সেন্টারের মালিক হতে পারবেন না অথবা কোচিং সেন্টার গড়ে তুলতে পারবেন না। কোন শিক্ষক কোচিং সেন্টারের নামে বাসা বাড়ি ভাড়া নিয়ে কোচিং করাতে পারবেন না। তবে একজন শিক্ষক অভিভাবকের চাহিদানুসারে প্রধান শিক্ষকের পূর্বানুমতিক্রমে নিজ প্রতিষ্ঠানের বাইরের সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থীকে একটি বিষয়ের উপর মাসিক ২০০টাকা হারে (জেলা শহরের মধ্যে) বেতন হিসেবে আদায় করতে পারবেন। তবে শিক্ষক খায়রুল আলম যদি এমনটি করে থাকেন আমরা শীঘ্রই তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here