সিরাজগঞ্জ কামারখন্দে ইউপি সদস্যসহ দুই মাদক ব্যবসায়ী আটক

0
77
728×90 Banner

আবির হোসাইন শাহিন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দে ফেনসিডিলসহ এক ইউপি সদস্যসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা।
আটকৃতরা হলেন-রাজু আহম্মেদ (২৬)। তিনি কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও চালা গ্রামের করিম সরকারের ছেলে এবং বগুড়া জেলার জাহানাবাদ এলাকার আবু তাহেরের ছেলে রুবেল মিয়া (৩৫)।
সোমবার (১৬ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১২ স্পেশাল কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চালা শাহবাজপুর এলাকায় মাদকদ্রব্য ফেনসিডিল হেফাজতে রেখে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় ওই এলাকার রাজুর বসতবাড়ির ভেতর আঙিনায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী রাজু ও রুবেলকে ১৯৪ বোতল ফেনসিডিল ও মোবাইলসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কামারখন্দ থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে কামারখন্দ থানায় মামলা দায়ের হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here