

অলিদুর রহমান অলি: টঙ্গীর স্বনামধন্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রতন কুমার ঘোষের পরিচালনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ দিবা শাখার সহকারী প্রধান মজিবুর রহমান, প্রভাতী শাখার সহকারী প্রধান আব্বাস আলী, শিক্ষক প্রতিনিধি মো: আলতাফ প্রমুখ।
